উচ্চশিক্ষাচেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রে স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ প্রশ্ন স্যাম্পল

Last updated on October 26th, 2022 at 02:44 pm

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন। এই পোস্টটি মূলত তাদের উদ্দেশ্যে যারা ইতিমধ্যেই চেক ইউনিভার্সিটির অফার লেটার পেয়েছেন অথবা অফার লেটার এর অপেক্ষায় আছেন এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে প্রধানত সেই প্রশ্ন গুলো তুলে ধরা হলো যেগুলো আমাকে সহ অন্যান্যদের প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নগুলো খুবই কমন যেটা মোটামুটি সবাইকেই করা হয়। অর্থাৎ প্রশ্নগুলো আমি সবার অভিজ্ঞতার আলোকে তৈরি করেছি। তবে এ প্রশ্নগুলো পাশাপাশি আমাদের গ্রুপের ফাইল সেকশন থেকে ভিসা ইন্টারভিউ এর প্রশ্নের স্যাম্পল পাবেন সেটার উপরে প্রস্তুতি নেওয়ার পরামর্শ রইল। তবে এখানে উল্লেখিত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা চেক এম্বাসিতে ভিসা ইন্টারভিউ দিবেন। সুতরাং প্রশ্নগুলোর উপর খুব ভালোভাবে প্রস্তুতি নিন।

1. What’s your name?

2. What’s your date of birth?

3. What’s your highest degree/education?

4. What are you doing now?

5. Which university are you going to study?

6. What’s your degree title?

7. Where will you stay there?

8. Who will finance you or sponsor you?

9. What does he or she (sponsor) do?

10. How much is your accommodation fee??

11. How much is your tuition fees?

12. Tell me about your admission process?

13. Tell me about your study system (course duration, exam, credits and etc.) at your university in the Czech Republic?

14. Tell me about your gap years?

15. Write some course name?

16. What’s your future plan after graduation/study?

17. Why did you choose Czech Republic?

18. Why did you choose this university?

19. Why did you choose this program or subject?

20. How did you find this university?

21. Who signed on your acceptance letter?

22. Who signed on your accommodation contract?

23. How many universities did you apply?

24. What will you do during your break or leisure time in the Czech Republic?

সবার জন্য শুভকামনা রইল ?

বিশেষ দ্রষ্টব্য: লেখাগুলো ক্রেডিট (আমার নাম এবং গ্রুপের নাম) উল্লেখপূর্বক যে কারো সাথে শেয়ার করতে পারেন।

লেখকঃ Mahedi Hasan

অস্ট্রাভা, চেক প্রজাতন্ত্র

ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =

Upcoming Events