স্পেনে আবেদনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স
বাইরে পড়তে যাওয়ার জন্য অনেক রকম ফরমালিটি আছে। এডুকেশনাল কাগজপত্র ফরেন মিনিস্ট্রি থেকে এটেস্টেড করা থেকে শুরু করে পুলিশ ক্লিয়ারেন্স আরো অনেক কিছু। আমি এই পোস্টটা লিখছি শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা খোলাসা করার জন্য। স্পেন ব্যতীত অন্য সব দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের ফরম্যাট এবং প্রসিডিউর একদম একরকম। আপনি অনলাইনে আবেদন করতে পারেন, নাইলে ডিরেক্টলি থানায় গিয়ে আবেদন করতে পারেন। সাথে প্রয়োজনীয় কাগজ হিসেবে পাসপোর্টের সত্যায়িত কপি আর ব্যাংক চালানের কপি লাগবে, সেটা বাংলাদেশ ব্যাংক নাইলে সোনালী ব্যাংকের যেকোনো শাখাতেই করা যাবে। তবে স্পেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের ফরম্যাট আলাদা, অইটার সাইজ একটু বড় হয়, আর সাথে এপ্লিকেন্টের ছবি থাকে। সেজন্য আপনাকে স্বরাষ্ট্র সচিব বরাবর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য হাতে লেখা আবেদন পত্র দাখিল করতে হবে, সাথে প্রয়োজনীয় কাগজ, নিজের সত্যায়িত ছবি আর ব্যাংকের চালান কপিতো লাগবেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-৩ এ আপনার আবেদনপত্রটি জমা দিতে হবে, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার এপ্লিকেশান ডিএমপিতে যাবে, ডিএমপি থেকে লোকাল থানায়, এরপর সবকিছুই জেনারেল প্রসেস। মনে রাখবেন, শুধুমাত্র স্পেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের প্রসেস আলাদা। যেহেতু এইটা ম্যানুয়াল প্রসেস, তাই নিজে যেচে পড়ে আপডেট নেয়ার চেষ্টা করবেন, কারন এইটাতে সময় বেশি লাগে। অনলাইন এপ্লিকেশানের কাগজ এই মুহূর্তে কোথায় আছে সেইটা দেখা যেতো, স্পেনের ক্ষেত্রে এই সুবিধাটা পাবেন না, তাই কষ্ট করে নিজে গিয়ে একটু খোজ খবর রাখবেন।
সবার জন্য শুভকামনা রইলো।
বিস্তারিতঃ
১। https://dmp.gov.bd/requirement/
২। http://pcc.police.gov.bd/en/
লেখকঃ সুদিপ মজুমদার
বার্সেলোনা, স্পেন
- চেক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপারলিগ্যালাইজেশন ও নস্ট্রিফিকেইশনঃ কি, কেন এবং কিভাবে? - January 16, 2022
- হাঙ্গেরিতে স্কলারশিপ ‘স্টাইপেন্ডিয়াম হাংগেরিকাম’ - November 18, 2020
- প্রবাস জীবনে রমজানের অনুভূতি! - April 24, 2020