৭ টি ধাপে সুইডেনে উচ্চশিক্ষা
ইউরোপের একটি অন্যতম সমৃদ্ধ দেশ সুইডেন। এখানকার পড়াশোনা ও গবেষণার মান অনেক এবং পরিধিও বিশাল। যারা উচ্চশিক্ষার জন্য সুইডেন কে বেছে নিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে এগিয়ে যাবেন, তাদের জন্যই মূলতঃ আজকের আর্টিকেল। এখানে একেবারে প্রাথমিক অবস্থা থেকে ভিসা পর্যন্ত প্রত্যেকটা ধাপ আলোচনা করা হবে। ধাপগুলোকে ৭ ভাগে বিভক্ত করা হয়েছে। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। তাহলে আমরা সরাসরি ধাপগুলোতে চলে যাই, কি বলেন ?
১। বিভিন্ন প্রোগ্রাম ও ইউনিভার্সিটি সম্পর্কে পড়া/খোঁজা
আপনার প্রথম কাজ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির পড়াশোনার পদ্ধতি, কি কি কোর্স অফার করে, আরও বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে স্বচ্ছ ধারণা নেওয়া। ভাবছেন কিভাবে এই তথ্যগুলো জানতে পারব ? চিন্তিত হবার কিছু নেই। সেটাও আপনাকে বলছি। আপনি এখানে উল্লিখিতি ওয়েবসাইটগুলোতে পর্যায়ক্রমে যাবেন এবং অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ওয়েবসাইট টা ভাল করে পড়বেন।
- সুইডেনে উচ্চশিক্ষা সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে এখানে যানঃ সুইডেনে উচ্চশিক্ষা – প্রাথমিক ধারণা
- বিভিন্ন ডিগ্রি প্রোগ্রাম খুঁজুন এখানেঃ কোর্স খোঁজা
- ইউনিভার্সিটি খুঁজুন এখানেঃ ইউনিভার্সিটি খোঁজা
- অনুপ্রেরণা পেতে পড়ুন শিক্ষার্থীদের অভিজ্ঞতাঃ শিক্ষার্থীদের অভিজ্ঞতা
২। কোর্স বা প্রোগ্রাম খোঁজা
বিভিন্ন ইউনিভার্সিটির প্রোগ্রাম/কোর্স খুঁজুন এখানেঃ কোর্স খোঁজা । ব্যাচেলর ও মাস্টার্স লেভেলে প্রায় ১০০০ প্রোগ্রাম আছে যেগুলো ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। আপনি চাইলে সেখান থেকে সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং দেখতে পারবেন উক্ত ইউনিভার্সিটিতে কি কি কোর্স/প্রোগ্রাম আছে।
৩। কাগজপত্র গোছানো
ইউনিভার্সিটি ও কোর্স পেলাম, এখন কাগজপত্র গোছানোর পালা। চলেন গুছিয়ে ফেলি- আপনি https://www.universityadmissions.se/intl/start এখানে যাওয়ার পর ইউনিভার্সিটি ও কোর্স নির্বাচন করার পর উক্ত ইউনিভার্সিটি/কোর্স এর ওয়েবসাইটে গেলেই ডকুমেন্ট লিস্ট পেয়ে যাবেন। আবেদনের নির্দেশাবলী পেয়ে যাবেন। যদি আপনি দেখেন যে, আপনার আবেদনের জন্য ইংরেজি ভাসার যোগ্যতা চাচ্ছে (IELTS, TOEFL), তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার উক্ত পরিক্ষার প্রমাণস্বরূপ সনদপত্র আছে বা আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পাবেন।
- ইংরেজি ভাষার যোগ্যতা সম্পর্কে জানতে এখানে যানঃ ইংরেজি ভাষার যোগ্যতাসমূহ
- কিভাবে ব্যাচেলর এর জন্য আবেদন করবেন, এখানে দেখুনঃ ব্যাচেলরে আবেদন
- কিভাবে মাস্টার্স এর জন্য আবেদন করবেন, এখানে দেখুনঃ মাস্টার্সে আবেদন
- আরও বিস্তারিত এখানেঃ https://www.universityadmissions.se/intl/start
৪। স্কলারশিপ/বৃত্তি খোঁজা
বিভিন্ন সংগঠন স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে।
স্কলারশিপের বিস্তারিত এখানেঃ স্কলারশিপ/বৃত্তি ।
৫। ইউনিভার্সিটিতে আবেদন
আবেদনের সময়সীমা সম্পর্কে সর্বদা সচেতন থাকুন। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন। চেষ্টা করবেন প্রথমদিকে আবেদন করার।
৬। সুইডিশ ইন্সিটিউট (এসআই) স্কলারশিপ/বৃত্তি
সুইডিশ ইন্সিটিউট স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে যানঃ সুইডিশ ইন্সিটিউট স্কলারশিপ । এই স্কলারশিপ উন্নয়নশীল দেশের মাস্টার্স আবেদনকারীদের জন্য অফার করা হয়। দেশের তালিকা দেখুন, কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেঃ দেশের তালিকা ।
৭। ইউনিভার্সিটির অফার লেটার/স্কলারশিপ লেটার গ্রহণ ও ভিসা প্রস্তুতি
অভিনন্দন আপনাকে স্কলারশিপ/অফার লেটার পাওয়ার জন্য। এবার ভিসার জন্য প্রস্তুতি নিতে হবে। ভিসার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ঘুরে আসুন এই ঠিকানায়ঃ ভিসা আবেদন ।
বিস্তারিতঃ https://studyinsweden.se/
তথ্যসূত্রঃ https://studyinsweden.se/
লেখকঃ মেহেদী হাসান
ফেসবুক মন্তব্য
Latest posts by Mahedi Hasan (see all)
- চেক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপারলিগ্যালাইজেশন ও নস্ট্রিফিকেইশনঃ কি, কেন এবং কিভাবে? - January 16, 2022
- হাঙ্গেরিতে স্কলারশিপ ‘স্টাইপেন্ডিয়াম হাংগেরিকাম’ - November 18, 2020
- প্রবাস জীবনে রমজানের অনুভূতি! - April 24, 2020