উচ্চশিক্ষাচেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রে উচ্চশিক্ষা প্রত্যাশিদের জন্য সু – খবর (নতুন নিয়ম)!

Last updated on June 3rd, 2020 at 08:01 pm

গত জুলাই মাসে চেক কর্তৃপক্ষ অভিবাসন নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ২ টি হচ্ছেঃ

১। পড়াশোনা শেষে ৯ মাসের জব খোঁজার ভিসা

২। রেসিডেন্স স্ট্যাটাস পরিবর্তন
  • এখন থেকে বিদেশী শিক্ষার্থী যারা চেক প্রজাতন্ত্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি বা যে কোন পূর্ণ মেয়াদী কোর্সে পড়াশোনা করেছেন, করছেন বা করবেন, তারা পড়াশোনা শেষে জব খোঁজার জন্য আরও ৯ মাসের ভিসা পাবেন।
  • ব্যাবসায়িক হিসেবে যারা আছেন তারা সহজেই চাইলে স্টাডি রেসিডেন্স পারমিটে তাদের স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন।
*আগে এরকম কোন সুযোগ ছিল না।
জুলাই ২০১৯ এ এই সিদ্ধান্ত নেওয়া হয়।




সুত্রঃ

https://bit.ly/2ZLDzl3

https://bit.ly/2LjdUMB

 

লেখকঃ মেহেদী হাসান

ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =

Upcoming Events