উচ্চশিক্ষাজার্মান ভাষাপ্রবাস জীবনভাষা

অল্প করে ভাষা শিখি {পর্ব ১}

Last updated on January 11th, 2024 at 12:45 pm

ভাষা শিখার মূল মন্ত্র হচ্ছে অল্প অল্প করে নিয়মিত শিখা , তাই সবাইকে স্বাগত আমার এই ছোট চেস্টায় । আমি আপনাদের সাহায্য করবো মধ্য ইউরোপের রাজকীয় ভাষা ডয়েচ নিয়ে ।প্রথমেই আসুন জেনে নেই এই ভাষা নিয়ে কিছু সাধারণ তথ্যঃ এই জার্মান ভাষা হচ্ছে ইংরেজি ভাষার দুই ধাপ আগের আধি রোপ । এটা খুব সহজেই বুঝতে পারছেন আসা করি, সব ভাষারই আধি রোপ একটু কঠিন , যেমন বাংলার থেকে সাধু এবং তার থেকে সংস্কৃত ভাষা কঠিন বেশী । তবে ভয় পাওয়ার কিছু নাই চলুন আরো কিছু জানার চেস্টা করি Language family:
Indo-European Germanic West Germanic- (এখান থেকে High German তার পর জার্মান ) Anglo-Frisian Anglic English* তবে আমার মতে জার্মান ভালো জানলে আপনার ইংরজির উপর ও ধারণা বাড়বে ।রাষ্ট্র ভাষাঃ ৬ টি দেশের । দ্বিতীয় ভাষাঃ ১৩ টি দেশের । মোট প্রায় ১০৫ মিলিয়ন মানুষের মাতৃ ভাষা জার্মান বা ডয়েচ এবং ৮০ মিলিয়ন মানুষের দ্বিতীয় ভাষা যার মধ্যে আমরা । জার্মান ভাষা-ভাষী রাষ্ট্র সমূহঃ ডয়েচল্যান্ড , অস্টারাইস, সোয়াইজ, পোলেন, স্লোভাকিয়া , বেলজিয়াম , ইটালি , ফ্রান্স , ইউরোপিয় ইউনিয়ন, ব্রাজিল , পেরাগুয়ে , ডেনমার্ক , রুমানিয়া, কাজাখস্থান, চেক , হাঙ্গেরি , দক্ষিন আফ্রিকা, রাশিয়া।



অনেক হয়েছে জানার পর্ব চলুন এবার হাটি হাটি পা পা করি , মানে কোন নতুন ভাষা শিখতে হলে আপনাকে শিশুদের মতোই এগোতে হবে । *********ধৈর্য না থাকলে কখনই সম্ভব না *********প্রথম চলুন জার্মান বর্ণ দিয়ে শুরু করিঃ
A=আ
B= বে
C= ছে
D=ডে
E=ই
F=এফ
G= গে
H=হা
I=এ
J=ইয়ট { যেমন Ja(ইয়া) মানে হ্যাঁ }
K=কা
L=এল
M=এম
N=এন
O=অ
P=পে
Q=কু
R=এর
S=এস
T=টে
U=উ
V=ফাউ
W=ভে
X=ইক্স
Y= উপ্সিলন ( শব্দে উচ্ছারন উয়াই এর মতই )
Z= স্বেট, সেট
Ä= আ উমলাওট
Ö= অ উমলাওট
Ü=উ উমলাওট
ß= এস সেট ( শব্দে ss হিসাবে উচ্চারণ হবে )
কী ! মাথা ঘুরে গেছে ?ব্যাপার না এবার চলুন কিছু শব্দ অ বাক্যের মাধ্যমে উচ্চারন গুলো দেখি , মানে শিখার চেস্টা করি।
জার্মান ভাষায় আপনার প্রথম বাক্য = Ich heisse Shajib ( ইস/ইখ হাইছে সজিব ) My name is Shajib . Ich bin 24 Jahre alt (ইস বিন ফিয়ারউন্ডসুয়ান্সিগ ইয়ারে আল্ট) = I am 24 years old.অল্প করে শিখাতে গিয়ে তো ভাই বেশী হয়ে গেলো মনে হয় যাক ব্যাপার না অন্য দিন কম করে শিখাবো নে, আজ এই টুকুই থাকলো , আগামি পর্ব আসার আগে আশা করি সবাই অক্ষর গুলো মুখস্ত করে ফেলবেন ।আস্তে আস্তে একটা সময় আপনি এই শিখাটাকে উপভুগ করতে থাকবেন , আপাতত ততো দিন একটু কষ্ট করুন ।সালাম সবাই কে, কথা হবে আগামি পর্বে …
ভিয়েনা, অস্ট্রিয়া
ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =

Upcoming Events