বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে/অন্য ঠিকানায় কাগজপত্র যেভাবে পাঠাবেন!
Last updated on December 23rd, 2020 at 06:12 am
বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা অন্য বিভিন্ন কারণে কাগজপত্র পাঠাতে হয়। কিন্তু কিভাবে পাঠাবো, সেটা বিশ্বাসযোগ্য কিনা, খরচ-ই বা কত, কেমন সময় লাগে এমন নানান প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। তাই এই ব্যাপারে দুশ্চিন্তা দূর করতে আজকে হাজির হলাম কিভাবে এই কাজটা অতীব সহজেই করতে পারেন। বিদেশে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য ঠিকানায় কাগজপত্র পাঠানোর ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের চেয়ে সহজ ও দ্রুত পথ অন্য কিছু নেই। কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাগজপত্র পাঠাবো এই ব্যাপারে অনেকেই চিন্তিত থাকি। কুরিয়ার সার্ভিসের ব্যাপারে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে, এটা কতটুকু নির্ভরযোগ্য এবং এই কুরিয়ার সার্ভিসের ট্র্যাকিং সুবিধা কেমন। এরপর আপনি নিজের সুবিধা অনুযায়ী খরচের কথা মাথায় রেখে কুরিয়ার সার্ভিস নির্বাচন করবেন। বাংলাদেশে বেশকিছু কুরিয়ার সার্ভিস তাদের সেবা দিচ্ছে, এগুলোর মধ্যে DHL, FedEx, UPS, Aramex, TNT অন্যতম। এদের মাধ্যমে কাগজপত্র পাঠানো সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য। কিন্তু সবার সেবা খরচ এক নয়। সাধারণত বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় কাগজপত্র পাঠানোর ক্ষেত্রে ডিসকাউন্ট থাকায় খরচ কম লাগে। আবার ডিসকাউন্ট পেতে হলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নিয়ম ও শর্ত আছে। যেমন কোন কোম্পানির ক্ষেত্রে আপনাকে হয়তো স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হতে পারে, কারো ক্ষেত্রে ইউনিভার্সিটির এড্রেস থাকাই যথেষ্ট, আবার কারো ক্ষেত্রে হয়তো দেখাতে হবে কাগজপত্রগুলো আসলেই শিক্ষা রিলেটেড কিনা!
তবে এই ব্যাপারে বিস্তারিত জানতে আপনি তাদেরকে ফোন দিতে পারেন, ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে। এছাড়াও কিছু দেশীয় কুরিয়ার সার্ভিস আছে যাদের মাধ্যমে অনেক কম খরচে কাগজপত্র পাঠানো যায়। এগুলো হচ্ছে OCS, Master Air, Fast Express, MM Express ইত্যাদি। এরা আপনার কাগজপত্র বাংলাদেশ থেকে দুবাইতে/অন্য কোন দেশে নিয়ে যাবে এবং এরপর ওরা আপনার কাগজপত্র DHL কে দেবে, DHL আপনার কাগজপত্র নির্ধারিত ঠিকানায় পৌছে দেবে. এক্ষেত্রে DHL এর কাছে কাগজপত্র যাওয়ার পরে আপনি DHL এর ওয়েবসাইটেই ট্র্যাক করতে পারবেন। আমি কিছু কোম্পানীর সাথে যোগাযোগ করেছিলাম। খরচের কথা বিবেচনা করে একবার UPS এবং দুইবার Master Air এ পাঠিয়েছিলাম। কোনক্ষেত্রেই আমার কোন সমস্যা হয়নি। নিচে জনপ্রিয় কিছু কোম্পানির জন্য কাগজপত্র পাঠানোর খরচ দেয়া হলো। প্রতিটি কুরিয়ার সেবার লোকেশন এবং ফোন নাম্বার তাদের ওয়েবসাইটে গেলেই জানতে পারবেন।
DHL
বিশ্ববিদ্যালয় ঠিকানাঃ ২৪০০ টাকা
অন্য ঠিকানাঃ ৩৫০০ টাকা
পৌছানোর সময়: ৩ দিন
DHL লোকেশন এবং ফোন নাম্বার
TNT
বিশ্ববিদ্যালয় ঠিকানাঃ ১৮০০ টাকা
অন্য ঠিকানাঃ ৩০৮০ টাকা
পৌছানোর সময়: ৩ দিন
TNT লোকেশন এবং ফোন নাম্বার
UPS
বিশ্ববিদ্যালয় ঠিকানাঃ ১৯৯০ টাকা
অন্য ঠিকানাঃ ২৯২১ টাকা
পৌছানোর সময়: ৩-৪ দিন
UPS লোকেশন এবং ফোন নাম্বার
FedEx
বিশ্ববিদ্যালয় ঠিকানাঃ ২০৭৫ টাকা
অন্য ঠিকানাঃ ৩১৬৮ টাকা
পৌছানোর সময়: ৩ দিন
FedEx লোকেশন এবং ফোন নাম্বার
Aramex
সব ঠিকানাঃ ২০০০ টাকা
পৌছানোর সময়: ৩ দিন
Aramex লোকেশন এবং ফোন নাম্বার
OCS
সব ঠিকানাঃ ১৪০০ টাকা.
পৌছানোর সময়: ৩-৪ দিন
OCS লোকেশন এবং ফোন নাম্বার
Fast Express
সব ঠিকানাঃ ১২৫০ টাকা.
পৌছানোর সময়: ৩-৪ দিন
ফার্স্ট-এক্সপ্রেস লোকেশন এবং ফোন নাম্বার
Master Air
সব ঠিকানাঃ ১৬০০ টাকা
পৌছানোর সময়: ৩-৫ দিন
Master Air লোকেশন এবং ফোন নাম্বার
Desh Courier
সব ঠিকানাঃ ২৪০০-৩০০০ টাকা
পৌছানোর সময়: ৩-৫ দিন
Desh Courier লোকেশন এবং ফোন নাম্বার
MM Express
যেকোন এড্রেসে ১৩০০ টাকা.
ডকুমেন্ট পৌছানোর সময়: ৩-৪ দিন
MM Express লোকেশন এবং ফোন নাম্বার
ACS Worldwide Express
যেকোন এড্রেসে ১৩০০ টাকা.
ডকুমেন্ট পৌছানোর সময়: ৩-৫ দিন
ACS Worldwide Express লোকেশন এবং ফোন নাম্বার
বিশেষ দ্রষ্টব্যঃ যে কোন কোম্পানীর খরচ ও সেবার ধরণ যে কোন সময় পরিবর্তন হতে পারে। সুতরাং বিস্তারিত জানতে উক্ত কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং তাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
লেখকঃ মেহেদী হাসান
- শপিং (কি কিনবো, কোথায় কিনবো)! - September 15, 2022
- চেক প্রজাতন্ত্রে স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ প্রশ্ন স্যাম্পল - August 18, 2022
- চেক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপারলিগ্যালাইজেশন ও নস্ট্রিফিকেইশনঃ কি, কেন এবং কিভাবে? - January 16, 2022
Dear.bro.aslamualykum.i would like to get update information about europe,canada, and other western country visa.
thanks
mohiuddin
Walaikum Assalam,
Please follow our blog as well as BSCE FB group. Thanks .