IELTSউচ্চশিক্ষাভাষা

IELTS score প্রসঙ্গঃ সোজা কথা

Last updated on June 3rd, 2020 at 08:01 pm

IELTS হচ্ছে একটা ব্যবসা। মজার ব্যাপার হচ্ছে, এটা দিয়ে ইংরেজি দক্ষতা যাচাই করা হয় । UK, Australia এই IELTS দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করে। কিন্তু কথা হচ্ছে, IELTS প্রক্রিয়াটা টেকনিক্যাল। আমি অনেক ইংরেজিতে দক্ষ জনকে জানি, যারা IELTS ভালো করতে পারেননি। IELTS ভালো না করা মানে, ইংরেজি কম জানে এমন নয়। IELTS ভালো করতে কিছু কৌশল রপ্ত করে হয়। অনেকেই তা খুব দ্রুত রপ্ত করতে পারেন। আমি নিজেও পারি নাই! সো, টেকনিকস এন্ড টেকটিকস আয়ত্ত করতে পারলেই ভালো স্কোর তুলতে পারবেন। টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত, যতো বেশী শুনবেন, ততো ভালো বলতে পারবেন; যতো বেশী পড়বেন ততো ভালো লিখতে পারবেন। ইংরেজিতে পণ্ডিত হওয়ার দরকার নেই, জাস্ট ৭ স্কোর টার্গেট নিয়ে প্রস্তুতি নিন। প্রতি মডিউলে নিজের ভুলগুলো শনাক্ত করে ধীরে ধীরে এগিয়ে যান। অনেক গুলো বই একসাথে ফলো না করে আপানার যা ভালো ও সহজ মনে হয় তা দিয়ে শুরু করুন। রিডিং একটু টাফ; সো লিসিনিং,স্পিকিং এন্ড রাইটিং এ ভালো স্কোর করা সহজ। তাহলে রিডিংকে ব্যাকআপ দিবে। যেমন,স্পিকিং একটু ভালো করলে এমনিতে অভারঅল ৬ উঠে আসবে। so don’t feel shy and keep practicing.. Just learn through committing mistakes, and don’t worry about your bad pronunciation, as a non native you don’t need to be perfect



বলে রাখি, যাদের ইংরেজি বেসিক দুর্বল তারা বেশী না তিনটা বই আগে পড়ে নিন। Practical English Usage by Michael Swan, TOEFL by Cliffs এবং Common Mistakes in English (English version) । আমার কাছে এই বইগুলো বেটার মনে হয়েছে। সিরিয়াসলি স্টাডি করলে একটা লেভেলে আসতে পারবেন, ইংরেজি ভীতি কিছুটা কমতে পারে। বাংলাদেশে ইংরেজি নিয়ে যে বিজনেস হয়, তা এই রকম কয়েকটি বইয়ের উপর রীতিমত ‘স্টিম রোলার’ চালিয়ে বা অনেকেই অনুবাদ করে নিজেদের নামে চালিয়ে দেন।

আর কোন বাংলা বই ফলো না করে ইংরেজি থেকে ইংরেজি শেখা অনেক নিরাপদ।

the better sites I found for IELTS are…..

ieltsliz.comielts-blog.comieltsadvantage.com

Good luck for All

Aziz Monir
Fellow, NFP
Netherlands
Erasmus Mundus Awardee, Europe
PhD Researcher, Queensland University of Technology, Australia

ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 11 =

Upcoming Events