কেনাকাটা/শপিংভিসা

শপিং টিপস

Last updated on June 3rd, 2020 at 08:02 pm

ভিসা পাবার পর সবার প্রথম চিন্তা থাকে শপিং। কি কিনব আর কি কিনব না সেটা বুঝতে পারেনা । তাদের জন্য এই পোস্ট যারা এখন শপিং এর প্রস্তুতি নিবে
  • শীতের কাপড় : জার্মানিতে জ্যাকেট ই আপনার Personality অনেকটা ঠিক করে । এই দেশের মানুষ গুলা ব্রান্ড কে অনেক মর্যাদা দেয় মানুষের চাইতে। এখানে আসার জন্য ১ টা ভাল জ্যাকেট ই যথেষ্ট। বেশি কেনার দরকার নাই । এখানে বেশ অল্প দামের মধ্যেই C&A, H&M, Newyorker কিংবা Jack & Jones থেকে জ্যাকেট কিনতে পারবেন। আর পকেট গরম থাকলে Jack Wolfskin কিংবা North face থেকেও কিনতে পারেন

 

  • জামাকাপড় : আপনি জামা – কাপড় দেশ থেকে কিনা আন্তে পারেন ইচ্ছামত। বিশেষ করে T-Shirt & Jeans. T-Shirt কেনার সময় পারলে জার্মানির দামই ব্রান্ড গুলার রপ্লিকা কিনতে পারেন নিউ মার্কেট থেকে। দামী ব্রান্ড গুলার ভিতর অন্যতম হল : U.S. PoloAbercrombie & Fitch & Superdry. এখানে জিন্স এর সাইজ ছোট করানোর সুযোগ নাই। তাই বেশি করে জিন্স আনাটাই বুদ্ধিমানের কাজ ।

 

  • জুতা : জার্মানিতে আপনি জুতা ছাড়া এক দিন ও চলতে পারবেন না । আবার এখানে জুতার দাম ও অনেক কম । তাই দেশ থেকে বেশি করে জুতা আনার দরকার নাই। ভাল একজোড়া জুতা – ই যথেষ্ট। এখানে Nike, Puma or Adidas এইসব জুতা ই অনেক কমে পাবেন। আর অনেক সস্তা ব্রান্ড ও আছে, যেখানে পছন্দ মত জুতা ১০ – ১৫ ইউরোতেই পাবেন । অনলাইনে জুতা কেনার জনপ্রিয় সাইট গুলা নিন্মরুপ :

 

  • ইলেকট্রনিক্স : ইলেকট্রনিক্স সামগ্রী যেমন ল্যাপটপ , মোবাইল , পেন ড্রাইভ এগুলা জার্মানিতে আইসা কিনা ই বুদ্ধিমানের কাজ। এখানে সস্তা আর কোয়ালিটি ও অনেক ভাল । একানে ইলেকট্রনিক্স কেনার আর একটা সুবিধা হল আপনি ১৪ দিনের ভিতর ভাল না লাগলে ফেরত দিতে পারবেন। অনলাইনে ইলেকট্রনিক্স কেনার জনপ্রিয় সাইট গুলা নিন্মরুপঃ

 

  • মশলাপাতি : জার্মানিতে আপনি যত মশলাপাতি কিনে আন্তে পারবেন নিয়া আসেন। এইখানে এইটার অনেক দাম , সব সিটিতে পাওয়া ও জায় না ।

 

  • ওষুধ পাতি : জার্মানিতে আপনি চাইলেই ওষুধ কিনতে পারবেন না । ডাক্তার এর পেস্ক্রিপ্সন ছাড়া কেউ ওষুধ দিবে না । তাই আসার সময় ব্যসিক কিছু ওষুধ নিয়া আইসেন।

এইবার মনের আনন্দে শপিং করেন

 

লেখকঃ আল কাফি খান

হ্যনোভার, জার্মানি

ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Upcoming Events