উচ্চশিক্ষানরওয়ে

ধাপে ধাপে নরওয়েতে উচ্চশিক্ষা

Last updated on February 4th, 2023 at 01:58 am

সংক্ষিপ্ত পরিচিতি:

নরওয়ে ইউরোপে অবস্থিত একটি স্কেন্ডেনেভীয় দেশ। ইউরোপের চারটি নরডিক দেশের মধ্যে নরওয়ে একটি। বিশ্বে যে কয়টি শান্তিপূর্ণ দেশ রয়েছে সেগুলোর মধ্যে নরওয়ে অন্যতম। দেশটির রাজধানী অসলো এবং এটি দেশের সবচেয়ে বড় শহর। নরওয়ের ভাষা হচ্ছে নরওয়েজিয়ান এবং মুদ্রা নরওয়েজিয়ান ক্রুন/ক্রুনা। অর্থনৈতিক দিক থেকে খুবই শক্তিশালী একটি দেশ নরওয়ে। দেশটির জিডিপি (নমিনাল) ৭৩৪৫০ ইউএস ডলার যা বিশ্বে ৩য়। অনেক বৈচিত্র্যময় দেশ নরওয়ে। এ দেশে কখনও কখনও গভীর রাতেও সূর্য দেখা যায় যার কারণে নরওয়ে কে বলা হয় “নিশীথ সূর্যের দেশ” । এর আশেপাশের দেশগুলো হচ্ছে ফিনল্যান্ড, রাশিয়া এবং ডেনমার্ক।
শিক্ষার মান ও গ্রহণযোগ্যতাঃ
নরওয়ে এর শিক্ষার মান খুবই উন্নত এবং ডিগ্রি সার্বজনীন স্বীকৃত। দেশটিতে বেশকিছু ভাল মানের ইউনিভার্সিটি রয়েছে যাদের পড়াশোনা ও গবেষণার মান বেশ ভাল এবং বিশ্ব রেঙ্কিং এ বেশ এগিয়ে।
কিছু বিখ্যাত ইউনিভার্সিটি হচ্ছেঃ



ইউনিভার্সিটিতে ভর্তির তথ্য ও ডকুমেন্টসঃ

যোগ্যতাঃ
১। একাডেমিক পরিক্ষায় কমপক্ষে ৬০% নম্বর থাকা ভাল।
২। কমপক্ষে এইচ + ১ বছর বাংলাদেশী ইউনিভার্সিটিতে পড়াশোনা থাকতে হবে (ব্যাচেলরে অ্যাপ্লাই এর জন্যে), বিস্তারিত এখানেঃ http://goo.gl/CmPpG3
৩। কমপক্ষে ৩ বছর মেয়াদী ব্যাচেলর (মাস্টার্সে অ্যাপ্লাই এর জন্যে)
৪। কমপক্ষে ২ বছর মেয়াদী মাস্টার্স (পিএইচডি/ডক্টোরাল প্রোগ্রাম এর জন্যে)
৫। কমপক্ষে IELTS ৬ থাকতে হবে।
৬। কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে ভর্তির জন্যও ব্যাংক স্ট্যাটমেন্ট দেখাতে হয় যা নরওয়েজিয়ান মুদ্রায় ১২১২২০ (NOK)।
বিঃদ্রঃ নরওয়েতে কোন ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ নেই। বলে রাখা উচিত, নরওয়েতে বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাচেলর্স প্রোগ্রামে ভিসা দেওয়া হয় না।
টিউশন ফিঃ
নরওয়েতে সরকারী ইউনিভার্সিটিগুলোতে বছরে ৮০,০০০ থেকে ১,৫০,০০০ নরওয়েজিয়ান ক্রুনা টিউশন ফি প্রদান করতে হয়। 
স্কলারশিপঃ
নরওয়েতে আগে কোটাভিত্তিক স্কলারশিপের সুযোগ ছিল যেখানে বাংলাদেশও এই কোটাভিত্তিক স্কলারশিপে আবেদন করতে পারতো। কিন্তু সেটা এখন বন্ধ আছে। তবে অন্যান্য স্কলারশিপ থাকতে পারে।
স্কলারশিপ খুঁজুন এখানেঃ http://www.studyinnorway.no/Study-Norway/Scholarships
আবেদনের সময়সীমাঃ আবেদনের সময়সীমা জানতে হলে আপনাকে সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইট এ খোঁজে দেখতে হবে কারণ একেক ইউনিভার্সিটিতে একেক সময় দিতে পারে। তবে সাধারণত নভেম্বর/ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বিদেশী শিক্ষার্থীরা আবেদন করতে পারে। বলে রাখা ভাল, কিছু ইউনিভার্সিটিতে কোন কোন ক্ষেত্রে প্রি-যোগ্যতার শর্ত থাকে, তাই একটু আগে থেকেই ভাল করে ইউনিভার্সিটির ওয়েবসাইট এ চোখ রাখা ভাল।
ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট এ দেখে নিবেন। এখানে সাধারণত যেসব ডকুমেন্টস দরকার সেগুলো দেওয়া হল।
  • অনলাইন/অফলাইন অ্যাপ্লিকেশান
  • সকল একাডেমিক ডকুমেন্টস
  • ভাষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • পাসপোর্ট কপি (কমপক্ষে ১ বছর মেয়াদ থাকতে হবে)
  • পাসপোর্ট সাইজ ছবি
  • স্টেটমেন্ট অব পারপাস/মোটিভেশন লেটার
  • চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
  • ব্যাংক স্টেটমেন্ট (আবেদনকারীর একাউন্ট) – নরওয়েজিয়ান মুদ্রায় ১২১২২০ (NOK)
নোটঃ সকল ডকুমেন্টস অবশ্যই সত্যায়িত হতে হবে। যদি ইংরেজিতে না থাকে তাহলে ডকুমেন্টসগুলো ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে হবে।

ভিসা সংক্রান্ত তথ্যঃ

ভর্তির লেটার পাওয়ার পর আপনাকে নরওয়ের ব্যাংকে নরওয়েজিয়ান মুদ্রায় ১২১২২০ (NOK) পাঠাতে হবে (স্কলারশিপ প্রাপ্তদের জন্য নয়)। আপনার ইউনিভার্সিটি বলে দিবে কোন একাউন্টে পাঠাবেন এবং প্রক্রিয়া কি। ভিসা না হলে পুরু টাকাই ইউনিভার্সিটি আপনাকে ফেরত দিবে। বলে রাখা উচিত, নরওয়েতে বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাচেলর্স প্রোগ্রামে ভিসা দেওয়া হয় না। 
  • For applicants from countries outside the EU/EEA/EFTA:

If you come from outside the EU/EEA/EFTA area you have to apply for a student residence permit. See the requirements for your country here.

There is a processing fee for each application. This fee may vary depending on in which country the application is processed.

Please beware that you will be asked to document that you have enough money to live on, at least NOK 121 220 per year. You will have to apply every year, if you are following a study programme that lasts more than one year. If you have been admitted to an institution that charges tuition fees you will also have to document that you are able to cover this extra cost. As a general rule, the Norwegian Directorate of Immigration requires the money to be deposited in a Norwegian bank account. There is also a charge to the visa application of NOK 4 900,-.

Please note that the documentation requirements will vary from country to country and are subject to change. For more information contact the Norwegian Foreign Service mission closest to you. If you are in Norway, contact the local police. Remember that your institution will be able to advise you on this process.

The regulations above are also valid for exchange students from countries outside the EU/EEA/EFTA. If the stay is financed through scholarships, student loans or other public funding from the home country, valid documentation must accompany the application.

NB! A student residence permit to Norway is granted under the precondition that the student will return to his/her country of legal permanent residence upon completion of the studies.

রেসিডেন্স পারমিট এর জন্য অ্যাপ্লাই করতে প্রথমে এখানে যানঃ https://www.udi.no/en/want-to-apply/studies এখানে গিয়ে আপনার দেশের নাম ও কোন দেশের নাগরিক সেটা পছন্দ করে চেক করুন। তারপরে এখানে গিয়ে অ্যাপ্লাই করুনঃ https://selfservice.udi.no/en-gb
ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
  • স্টুডেন্ট রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশান ফর্ম (পাসপোর্ট সাইজ ছবিসহ)
  • পাসপোর্ট কপি
  • ইউনিভার্সিটির অফার লেটার
  • স্টেটমেন্ট অব পারপাস/মোটিভেশন লেটার
  • হাউজিং ডকুমেন্ট
  • ব্যাংক স্টেটমেন্ট এবং ব্লক একাউন্ট কনফার্মেশন
**ডকুমেন্ট চেকলিস্টঃ http://www.studyinnorway.no/Study-Norway/Student-residence-permit

পার্ট-টাইম জব ও অন্যান্য তথ্যঃ

নরওয়েতে বিদেশী শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি পায়। তবে সামার ভেকেশনে ফুল টাইম কাজ করতে পারবেন। থাকা-খাওয়ার খরচ একটু বেশি। প্রায় ৪০০-৮০০ ইউরো। তবে জব পেলে এই খরচ বহন করা সম্ভব। আর জব পেতে হলে নরওয়েজিয়ান ভাষা জানা থাকা অত্যাবশ্যক।
স্থায়ী বসবাসঃ বৈধভাবে একটানা ৩ বছর বা তার অধিক থাকার পর পিআর এর জন্যে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাষাগত যোগ্যতা, নির্দিষ্ট সময় ফুল টাইম জব ইত্যাদিও থাকা লাগবে। বিস্তারিত এখানে দেখুনঃ https://www.udi.no/en/want-to-apply/permanent-residence/
বিঃদ্রঃ পিআর সংক্রান্ত বিষয়ে আলাদা একটি ডকুমেন্ট আছে। জানতে চাইলে সেটা পড়ে নিবেন।
আরও বিস্তারিত জানুনঃ
নরওয়েজিয়ান এমব্যাসি বাংলাদেশঃ https://www.norway.no/en/bangladesh/
ফেসবুক মন্তব্য
Mahedi Hasan
 
শেয়ার করুনঃ

Mahedi Hasan

স্বপ্নবাজ ও ভ্রমণপিপাসু একজন মানুষ। নতুন কিছু জানতে ও শিখতে ভালো লাগে। নিজে যা জানি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছি।আমার সম্পর্কেঃ http://www.hmahedi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

Upcoming Events