ইউরোপের কোন দেশে কেমন টিউশন ফি!
ইউরোপে যারা উচ্চশিক্ষায় আসতে ইচ্ছুক তাদের অনেকেই কোন দেশে কত “টিউশন ফি” তা নিয়ে জানতে চায় আমাদের ফেসবুক ফোরামে । যদিও একটু গুগল করলেই এসব তথ্য সহজেই পাওয়া যায়, তবে সব দেশের তথ্য তো আর এক তালিকায় পাওয়া যায় না। ইউরোপের বিভিন্ন দেশের প্রতি সেমিস্টার/বছর এর টিউশন ফিস সম্পর্কে একটি ধারণা পাবেন এই তালিকা থেকে । উল্লিখিত তথ্য জুলাই ১১, ২০১৯ এ নেওয়া। সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখুন।
বিঃদ্রঃ – টিউশন ফি’র পরিমাণ ভার্সিটিভেদে ভিন্ন হতে পারে। সকল টিউশন ফি ইউরো তে আছে, ইউকে (ডলার)।
এক নজরে ইউরোপের বিভিন্ন দেশের টিউশন ফি
সর্বশেষ আপডেটঃ জুলাই ১১, ২০১৯
বিঃদ্রঃ - এখানে উল্লিখিত টিউশন ফি প্রতি সেমিস্টার হিসেবে দেওয়া হয়েছে। কিছু আছে প্রতি বছরে। (*) স্টার মার্কের দেশগুলোর ক্ষেত্রে উল্লিখিত টিউশন ফি উন্নয়নশীল/অনুন্নত দেশগুলোর জন্য প্রযোজ্য। জার্মানিতে কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফি লাগে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দেশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
তথ্য সংগ্রহ ও লেখকঃ মেহেদী হাসান
- চেক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপারলিগ্যালাইজেশন ও নস্ট্রিফিকেইশনঃ কি, কেন এবং কিভাবে? - January 16, 2022
- হাঙ্গেরিতে স্কলারশিপ ‘স্টাইপেন্ডিয়াম হাংগেরিকাম’ - November 18, 2020
- প্রবাস জীবনে রমজানের অনুভূতি! - April 24, 2020
Fee gula ki bdt naki euro
Most of are in Euro except UK (Dollar).